সন্তানকে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করানোর জন্য বাবা-মায়েরা কোনও ত্রুটি রাখেন না। সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে নিজের সর্বস্ব দিয়ে দেন অনেক অভিভাবকই। ছেলে-মেয়েদের সাফল্যেই নিজেদের আত্মত্যাগ স্বার্থক হয়েছে বলে মনে করেন তাঁরা। আর সন্তানরা সেই সাফল্যের শংসাপত্র হাতে নিয়ে পরিশ্রমী বাবা-মায়ের কাছে এসে দাঁড়ালে স্বাভাবিকভাবেই দু' চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে। সম্প্রতি এমন ছবিই ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। সিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবজি বিক্রেতা মাকে এই খবর জানান যোগেশ।
এই খবর শুনেই ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তাঁর মা। মহারাষ্ট্রের গণপূর্ত বিভাগের মন্ত্রী রবীন্দ্র চাভান নিজে এই ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন এক্স হ্যান্ডেলে। আর তা ভাইরালও হয়ে গিয়েছে।