আইসিটি খাতে রপ্তানি আয় নিয়ে ভিন্ন তথ্য

প্রথম আলো প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪, ১৭:৪১

সরকার বলছে, দেশের তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের রপ্তানি আয় প্রায় ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারে পৌঁছেছে। কিন্তু এ খাতের ব্যবসায়ীরা বলছেন, সংখ্যাটি সর্বোচ্চ দেড় বিলিয়ন ডলার হতে পারে। তবে রপ্তানির হিসাব রাখা সরকারি সংস্থাগুলোর তথ্য বলছে, আইসিটি খাতের রপ্তানি আয় এক বিলিয়ন ডলারও হয় না।


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলে আসছেন, দেশের আইসিটি খাতের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার। তিনি আগামী ৫ বছরে এ খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানির প্রত্যাশা করছেন। আইসিটি খাতের রপ্তানির তথ্য সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংক, হার্ডওয়্যার ও ফ্রিল্যান্সিং খাতের তথ্যের ভিত্তিতে এ হিসাব। এ ছাড়া চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) কিছু কোম্পানি ইলেকট্রনিক পণ্য রপ্তানি করে। প্রতিমন্ত্রী আরও বলেন, খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলে থাকেন এটা নাকি আরও ১ বিলিয়ন ডলার বেশি হবে। এ ছাড়া অনানুষ্ঠানিকভাবেও কিছু রপ্তানি হয়। প্রায় ২ বিলিয়নের হিসাব তিনি দায়িত্ব নিয়েই বলে থাকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us