বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধির কমেছে। এপ্রিল-জুন প্রান্তিকে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭ শতাংশ। বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ৩ শতাংশ।
ফিন্যান্সিয়াল টাইমসের সংবাদে বলা হয়েছে, রয়টার্স পরিচালিত এক জরিপে অর্থনীতিবিদেরা বলেছিলেন, বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ১ শতাংশ।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের অবস্থা কয়েক বছর ধরেই ভালো নয়। দেশটির জিডিপির সবচেয়ে বড় খাত আবাসনের অবস্থা শোচনীয়। বৈশ্বিক অর্থনৈতিক ধীরগতির কারণে রপ্তানি কমেছে; সেই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ ভোক্তা চাহিদাও কমেছে।