দর্শকদের বিশৃঙ্খলার সময় কী চলছিল আর্জেন্টিনা-কলম্বিয়া ড্রেসিংরুমে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪, ১৫:২৯

যুক্তরাষ্ট্রের মাটিতে শেষ হলো কোপা আমেরিকার প্রশ্নবিদ্ধ এক আসর। যেখানে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ফাইনাল শুরুর আগে তৈরি হয় তুমুল হট্টগোল। কলম্বিয়ান দর্শকদের বড় একটি অংশ নাকি বিনা টিকিটেই স্টেডিয়ামে ঢুকে পড়তে চেয়েছিল, এমনকি অনেকে নিরাপত্তা বেষ্টনি টপকে নানা জায়গা দিয়ে গ্যালারিতেও প্রবেশ করেন বলে শোনা যাচ্ছে। সে সময় আর্জেন্টিনা-কলম্বিয়ার ডাগআউটেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। যা নিয়ে ফাইনাল শেষে কথা বলেছেন দুই দলের কোচ।


জানা গেছে, ম্যাচ শুরুর আগে নির্ধারিত সময়ে গেট খুলে দেওয়ার পর স্টেডিয়ামে উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়ে মায়ামির হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। কলম্বিয়ান অধ্যুষিত সেই অঞ্চলের অনেকেই ফাইনালের ভেন্যুতে প্রবেশের চেষ্টা চালান। ফলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিবেশের। স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের ওপর চড়াও হতে। অবশ্য পুরোপুরি প্রটোকল মানতে পারেননি হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশ। ফলে কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েছেন বিনা টিকিটে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us