গত চার বছরে অসংখ্য উদ্যোগ ও ৭৩০ কোটি টাকার বেশি ব্যয় করা সত্ত্বেও ঢাকার দুই সিটি করপোরেশন জলাবদ্ধতা সমস্যা নিরসনে দৃশ্যমান কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি।
গত শুক্রবারের প্রবল বৃষ্টিপাতে রাজধানীর অন্তত ২২টি এলাকা পানিতে তলিয়ে যায়, যার ফলে নগরবাসী ও যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। এমনকি ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও বেশ কিছু এলাকা জলমগ্ন ছিল।