বৃষ্টি মানে স্যাঁতস্যাঁতে পরিবেশ। রাস্তাঘাটে বের হলে কাদা আর নোংরা পানি। এই সময় সবচেয়ে বেশি ঝামেলা পোহাতে হয় জুতা নিয়ে। বৃষ্টির পানি, জীবাণু এবং ঘামের মিশ্রণে জুতার ভিতরের হাল হয়ে ওঠে আরও বেহাল। দুর্গন্ধ তো বটেই জুতার মানও খারাপ হতে থাকে।
জুতা না ভিজলেও আর্দ্রতায় আমাদের পা ঘামে। এই ঘামেও জুতার মধ্যে স্যাঁতস্যাঁতে ভাব দেখা দেয়। কখনও কখনও হয় বাজে গন্ধ।
জুতা ভিজলে চেষ্টা করুন খবরের কাগজ বা টিস্যু দিয়ে রাখতে। তাহলে আপনার জুতার ভেতরের আর্দ্রতা শুষে নিবে, তাহলে ছত্রাক ধরার ভয়ও থাকবে না। বিশেষ করে স্কুলের বাচ্চাদের জুতায় এই সমস্যা বেশি দেখা যায়। তাই বৃষ্টির এই সময় জুতার চাই বাড়তি যত্ন।
জুতায় কাদা লাগলে একটা ভেজা স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। প্রয়োজনে এর সঙ্গে সামান্য ডিটারজেন্টও নিতে পারেন। টুথপেস্ট দিয়ে জুতা ভালো পরিষ্কার হয়।