অ্যাপ মার্কেটে প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করে অ্যাপল ডেভেলপারদের তার নিজস্ব ইন-অ্যাপ পারচেজ সিস্টেম ব্যবহারে বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে। এক প্রতিবেদনে প্রযুক্তি খাতের জায়ান্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ তোলে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই)। যদিও অ্যাপল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। কোম্পানিটির ভাষ্য, ভারতে অ্যাপলের চেয়ে গুগল অ্যান্ড্রয়েডের ব্যবহার ও প্রভাব বেশি। এ অবস্থায় অ্যাপলের প্রভাব বিস্তারের প্রশ্ন আসে না। খবর রয়টার্স।
সিসিআইয়ের তদন্ত ইউনিটের ১৪২ পৃষ্ঠার প্রতিবেদনের তথ্যানুযায়ী, ডিজিটাল পণ্য ও পরিষেবাগুলো গ্রাহকদের কাছে কীভাবে পৌঁছাবে তার ওপর উল্লেখযোগ্য মাত্রায় প্রভাব বিস্তার করছে অ্যাপল। বিশেষ করে আইওএস প্লাটফর্ম ও অ্যাপ স্টোরের মাধ্যমে এ প্রভাব খাটাচ্ছে কোম্পানিটি।