ট্রাম্পকে গুলি: বাংলাদেশের নিন্দা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪, ১৫:২৬

নির্বাচনি জনসভায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।


পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সংঘাত সেভাবে ছিল না, কিন্তু ডনাল্ড ট্রাম্পের ওপর যে হামলা, অবশ্যই আমারা গভীরভাবে উদ্বিগ্ন এবং আমরা এটার নিন্দা জানাই।


“রাজনীতিতে সংঘাতের কোনো স্থান থাকা উচিত না, এটাই আমাদের বক্তব্য।”


যুক্তরাষ্ট্রে সংঘাতের বিষয় বলার আগে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার ইতিহাস টেনে তিনি বলেন, “আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, রাজনীতিতে কোনো সংঘাত আমরা চাই না।


“আমাদের দেশে যখন মানুষ পুড়িয়ে হত্যা করে এবং গাড়িঘোড়া ধ্বংস করা হয়, পোড়ানো হয়, মানুষের সম্পত্তি পোড়ানো হয়, সেটা কখনও কাম্য নয়, সেটা অনভিপ্রেত, এটা আইনবিরোধী।”


শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনি প্রচারের সময় রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us