রাজধানীর প্রধান বা মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের কোনো অনুমতি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এসএম মেহেদী হাসান। তিনি বলেছেন, নির্দিষ্ট কিছু ছোট ছোট রাস্তায় চালানো যাবে। আমরা ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তাদের সচেতন করছি। পাশাপাশি অটোরিকশাসহ স্বল্পগতির যানবাহন চলাচলের জন্য রাস্তা নির্ধারণের কাজ চলছে।
শনিবার মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ট্রাফিক নির্দেশনা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।