প্রস্তুত জার্মানি, প্রস্তুত বার্লিন। সময়ের ব্যবধানে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরেই ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপার লড়াইয়ে নামবে স্পেন ও ইংল্যান্ড। দুই দলের কোচেরা প্রস্তুত নিজেদের ট্যাকটিক্স নিয়ে। মাঠে থাকবেন দুই দলের ২২ ফুটবলার। আর ডাগআউটে পাপেট মাস্টারের ভূমিকায় দুই কোচ গ্যারেথ সাউথগেট এবং লুইস দে লা ফুয়েন্তে।
দুই দলের জন্যই ইউরো ফাইনাল মাইলফলকের। স্পেন জিতলে পাবে এই আসরের চতুর্থ শিরোপা। হবে ইউরোর রেকর্ড চ্যাম্পিয়ন। অন্যদিকে ইংল্যান্ড জিতলে তারা পাবে প্রথমবার ইউরো জয়ের স্বাদ। চার বছর আগেই ফাইনালে গিয়েছিল তারা। তবে ইতালির কাছে সেবার নিজেদের ঘরের মাঠেই স্বপ্নভঙ্গ হয় ইংলিশদের।