‘শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ভিন্ন খাতে নিতে সরকার অপকৌশল করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থাযী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি-দাওয়া ন্যায্য। বিএনপি এর সঙ্গে আছে বলে সরকার যে কথা এখন বলেছে, এসব কথা বলে আসলে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের (সরকার) একটা অপপ্রয়াস-অপকৌশল এই আন্দোলনকে (কোটা আন্দোলন) অন্যদিকে ধাবিত করার জন্যে। আমরা ভয় পাচ্ছি এইটুকুই যে, এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা (সরকার) করছে কি না, এদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কি না… এটা আমরা ভয় পাচ্ছি।’