বিশ্বে এখন ৮২০ কোটি মানুষের বাস হলেও কয়েক দশকের মধ্যে তা চূড়ায় উঠবে বলে জানিয়েছে জাতিসংঘ।
বৃহস্পতিবার প্রকাশিত 'ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২৪' শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৬০ বছরের মধ্যে বিশ্বের জনসংখ্যা চূড়ায় উঠবে। ২০৮০ এর দশকের মাঝামাঝিতে চূড়ায় ওঠা জনসংখ্যার পরিমাণ হবে ১০৩০ কোটি।
এরপর তা কমতে থাকবে, শতাব্দী শেষে জনসংখ্যা হবে ১০২০ কোটি। এই সংখ্যা ২০১৩ সালের প্রক্ষেপণের চাইতে ৬ শতাংশ বা ৭০ কোটি কম বলে প্রতিবেদনে জানানো হয়েছে।