নেপালে ভূমিধসে দুটি বাস নদীতে পড়ে ছয় ভারতীয়সহ অন্তত ৬৭ জন নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজদের উদ্ধারে ত্রিশূলি নদী এলাকায় উদ্ধারকর্মীদের পাশাপাশি কাজ করছেন সেনা ও পুলিশ সদস্যরা।
কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল ভোরে বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল; ভূমিধসের সেগুলো রাস্তা থেকে ছিটকে উত্তাল নদীতে পড়ে যায়।
পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি বলেন, কাঠমান্ডুর ৮৬ কিলোমিটার পশ্চিমে চিতওয়ান জেলায় এ দুর্ঘটনা ঘটে। কাঠমান্ডু থেকে গরগামী বাসটিতে ৪৩ জন যাত্রী ছিল। বীরগঞ্জ থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেওয়া বাসটিতে ছিল আরও ২৪ জন। ত্রিশূলি নদীতে উভয় বাস নিখোঁজ হয়েছে। এ ছাড়া পৃথক ঘটনায় কাঠমান্ডু থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমের কাসকি জেলায় পৃথক ভূমিধসে তিনটি বাড়ি তছনছ হয়ে গেছে। এতে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।