প্রবাসী আয়ে সৌদি আরবকে পেছনে ফেলে শীর্ষে আরব আমিরাত, সন্দেহে ‘অন্য কারণ’

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ১৪:৩৬

সৌদি আরবকে পেছনে ফেলে প্রবাসী আয় প্রেরণকারী শীর্ষ দেশ এখন সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। সদ্য বিদায়ী ২০২৩–২৪ অর্থবছরে ইউএই থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে। তার আগের অর্থবছরে (২০২২–২৩) প্রবাসী আয় প্রেরণকারী দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ছিল তৃতীয় অবস্থানে। সেখান থেকে গত অর্থবছর শেষে দেশটি শীর্ষে উঠে এসেছে। প্রবাসী আয়ের বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে ইউএই থেকে প্রবাসী আয় বেড়েছে ১৬০ কোটি ডলার বা প্রায় ৫৩ শতাংশ। তাতেই শীর্ষে উঠে এসেছে দেশটি। ইউএইর পর গত অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে যুক্তরাষ্ট্র থেকে। ২০২৩–২৪ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে প্রায় ২৯৬ কোটি মার্কিন ডলার। আর তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটি থেকে সদ্য বিদায়ী অর্থবছরে প্রবাসী আয় এসেছে ২৭৯ কোটি ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us