‘১৫ মিনিট ধরে জিমির প্রশংসা করলেও তা পর্যাপ্ত হবে না’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ১৪:২৯

কখনও কখনও লোকে বিস্ময়ে কথা হারিয়ে ফেলে, কখনও মুগ্ধতায়। জেমস অ্যান্ডারসনকে নিয়ে এই অবস্থা বেন স্টোকসের। বিদায়ী পেসারকে স্তুতির জোয়ারে ভাসিয়েছন ইংল্যান্ড অধিনায়ক। তারপরও মনে হচ্ছে, কোনো প্রশংসাই আসলে যথেষ্ট নয় অ্যান্ডারসনের মতো একজনকে নিয়ে।


১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়ে থেমেছে অ্যান্ডারসনের ক্যারিয়ার। একজন পেস বোলারের জন্য এই সংখ্যাগুলি একসময় ছিল অকল্পনীয়। ভবিষ্যতেও নিশ্চিতভাবেই সবার জন্য এটি অভাবনীয় হয়েই থাকবে। কিন্তু সেই অতীত ও বর্তমানের মাঝে অবিশ্বাস্য ‘বাস্তব’ হয়েই ছিলেন অ্যান্ডারসন।


২১ বছর তিনি পথ চলেছেন টেস্ট ক্রিকেটের আঙিনায়। পেস বোলার হিসেবে যা রেকর্ড। ৪০ হাজার ৩৭টি বৈধ ডেলিভারি করেছেন। ৩৪ হাজার ডেলিভারিও করতে পারেননি টেস্ট ইতিহাসের আর কোনো পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি বৈধ ডেলিভারি করেছেন মোট ৫০ হাজার ৪৩টি। পেসারদের মধ্যে দুইয়ে থাকা গ্লেন ম্যাকগ্রা করেছেন ৪২ হাজার ২৬৬ ডেলিভারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us