তারের জঞ্জাল আর কতকাল?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ১৩:৪৬

অপরিকল্পিত নগরায়ণ, দূষণ-দখল, লক্কড়-ঝক্কড় গণপরিবহনে এমনিতেই যেন ‘শ্রীহীন’ রাজধানী শহর ঢাকা। এর মধ্যে শহরজুড়ে তারের জঞ্জালে হচ্ছে দৃশ্যদূষণ। ঘটছে দুর্ঘটনা। চলতে-ফিরতে মাথার ওপর ঝুলে থাকা এসব তার চোখকে স্বস্তি দেয় না। বিষয়টি নিয়ে অনেক আলোচনা-সমালোচনার পরও নির্বিকার দুই সিটি করপোরেশন।


নাগরিকদের অভিযোগ, একটি দৃষ্টিনন্দন আধুনিক নগরী গড়ার ক্ষেত্রে ঝুলন্ত তার ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। প্রতিনিয়ত ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। নগরীজুড়ে যখন আধুনিকতা আর উন্নয়নের ছোঁয়া সেখানে দীর্ঘদিন ধরে ঝুলতে থাকা এসব তার বড়ই দৃষ্টিকটু। দ্রুত সময়ের মধ্যে এসব তার অপসারণে সিটি করপোরেশনের উদ্যোগ নেওয়া দরকার।


২০২০ সালের পর ‘বন্ধ’ অভিযান


২০২০ সালে এসব অবৈধ তার অপসারণে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কিন্তু তাদের সেই উদ্যোগ সেখানেই থমকে আছে। এখন বিষয়টি নিয়ে যেন কারও কোনো মাথাব্যথাই নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us