রেলওয়ের পরীক্ষায় প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার নোমানের নাম এসেছিল মেডিকেলে ভর্তির প্রশ্ন ফাঁসেও

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ১১:১০

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০১৫ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সাবেক সৈনিক নোমান সিদ্দিকীর জড়িত থাকার তথ্য পেয়েছিল। কিন্তু তখন তাঁকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ৭ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় করা মামলায় নোমানকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পেয়েছে সিআইডি।


কারাগারে থাকা সাবেক সৈনিক নোমান সিদ্দিকীসহ ছয়জনকে গত বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে সিআইডি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ১৬ জুলাই তাঁদের রিমান্ড শুনানির দিন ধার্য রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us