কোভিডে আক্রান্ত হওয়ায় আম্বানিদের ছেলের বিয়ের দাওয়াতে যাওয়া হচ্ছে না বলিউড ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের।
শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সারফিরা’। সিনেমার প্রচারের সময় হঠাৎই অসু্স্থ বোধ করেন অভিনেতা। পরে জানা যায়, কোভিডে ধরেছে তাকে।
আনন্দবাজার লিখেছে, বেশ ঘটা করেই সিনেমার প্রচার চালাচ্ছিলেন অভিনেতা। এর মধ্যেই হঠাৎ অসু্স্থ বোধ করেন। তৎক্ষণাৎ পরীক্ষা করান; তাতেই ধরা পড়ে, কোভিড হয়েছে তার।