বৃষ্টির মওসুমে গত বছরের ভোগান্তির পর বেশকিছু উদ্যোগ নিয়েছিলেন মোহাম্মদপুরের কৃষি মার্কেটের ব্যবসায়ীরা, যা কাজে আসল না এবারও।
আষাঢ়ের শেষে শুক্রবার টানা ছয় ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা তলানোর সঙ্গে এ মার্কেটেও ঢুকেছে পানি; তাতে সারি সারি করে রাখা চাল, চিনি আর ডালের বস্তা ডুবে গেছে শত শত।
মার্কেটটি রাস্তা থেকে খানিকটা নিচুতে। পানি প্রবেশ ঠেকাতে এর গলির মুখগুলো উঁচু করে দেওয়া। তবে শুক্রবারের টানা বৃষ্টি এসবের কিছুই মানেনি।
দুপুরের দিকে এ মার্কেটে গিয়ে দেখা যায়, বালতি আর ড্রাম নিয়ে মার্কেটের পানি বের করছেন ব্যবসায়ীরা। পানি আটকাতে গলির মুখে পেপার ও বস্তা দিয়ে আরও উঁচু করে দিয়েছেন। বিক্রি বন্ধ রেখে চাল-ডালের বস্তা বাঁচাতেই ব্যস্ত তারা।