পাঁচ বছরের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম রাশিয়া সফর করলেন। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, মস্কোর সঙ্গে কৌশলগত সম্পর্ক ঠিক রাখার বিষয়টিকে দিল্লি গুরুত্বের সঙ্গে দেখছে।
ভারত যে মুহূর্তে সূক্ষ্মভাবে পশ্চিমের দিকে ঝুঁকছে এবং চীনের বিরুদ্ধে যায় যুক্তরাষ্ট্রকে এমন সব কৌশলগত সুবিধা দিচ্ছে, সে মুহূর্তে দিল্লি-মস্কোর এ সম্পর্ককে ভারতের নেতারা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির একটি অপরিহার্য অনুষঙ্গ বলে মনে করছেন।
২০০০ সালে রাশিয়া ও ভারত বার্ষিক সম্মেলন শুরু করেছিল। সেইমতো চলে আসছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২১ সালে দিল্লি সফর করার পর ২০২২ সালে মোদির মস্কো সফরের কথা ছিল।