সরকার গ্যাস অনুসন্ধান, আহরণ ও উত্তোলনকে গুরুত্ব না দিয়ে বিদেশ থেকে সস্তায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম নিয়ে লাভ করেছে। জ্বালানি খাতে তাদের ভুল নীতির খেসারত এখন দেশবাসীকে দিতে হচ্ছে। এর ফলে দেশের মানুষ যেমন চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছেন না, তেমনি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নামে বিশেষ গোষ্ঠীকে সুবিধা করে দিয়েছে। আবার এর বিরুদ্ধে কেউ যাতে আদালতের শরণাপন্ন না হতে পারেন, সে জন্য ২০১০ সালে দায়মুক্তি আইনও পাস করা হয়েছিল।
যেখানে দেশে বিদ্যুতের চাহিদা ১৪ হাজার ৩০০ মেগাওয়াট, সেখানে ২৬ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার কী যুক্তি থাকতে পারে? যদি পুরো চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করাও হয়, সে ক্ষেত্রে কেন্দ্রের সক্ষমতা ১৬ হাজার মেগাওয়াট হলেই যথেষ্ট।