দেশে হচ্ছেটা কী? এই নিয়ে ফেসবুক গরম, টক শোগুলো সরগরম, পত্রপত্রিকাগুলো গরমাগরম। আমরা গদ্যকার্টুনের সিরিয়াস আলাপ করব না। কৌতুক করব।
একজন তাঁর সামনে বসা মানুষদের বললেন, ‘আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন, যিনি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি দাঁড়ান।’
পুরো ক্লাস সটান বসে থাকল।
একজন দাঁড়াল।
‘আপনি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত ছিলেন?’
‘স্যার, আপনাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে খারাপ লাগল, তাই আমিও দাঁড়ালাম।’
এই কৌতুকটা এভাবেও বলা যায়। আপনাদের মধ্যে কেউ কি ঘুষ-দুর্নীতির টাকায় কয়েকটা ফ্ল্যাট, কয়েক শত বিঘা জমি, রিসোর্ট ইত্যাদির মালিক হয়েছেন?