হীরা, নীলকান্তমনি, রুবি, পান্না, স্ফটিকে তৈরি গয়না হরহামেশাই তারকাদের গলায়, হাতে, কানে চোখে পড়ে। তবে এই সব বহুমূল্য রত্ন আর পাথরের পোশাক সচরাচর চোখে পড়ে না। হীরাসহ অন্যসব মণি–মুক্তা, পাথর আর স্ফটিকের পোশাকে একের পর এক চোখ ধাঁধাচ্ছেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি, বড় পুত্রবধূ শ্লোকা মেহতা, হবু ছোট পুত্রবধূ রাধিকা মার্চেন্ট ও একমাত্র কন্যা ইশা আম্বানি। প্রাক্বিবাহের বিভিন্ন আয়োজনে পরা তাঁদের প্রতিটি পোশাকের মূল্য কোটি কোটি টাকা।
আর পোশাকগুলোর বেশীরভাগই তৈরি করেছেন ভারতের তথা বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা।