আগামী ১৯ জুলাই থেকে শ্রীলঙ্কার মাটিতে শুরু হচ্ছে নারী এশিয়া কাপ। আর সেই লক্ষ্যে গত সপ্তাহ থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। বিকেএসপিতে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন নিগার সুলতানা জ্যোতির দল। আসন্ন টুর্নামেন্টে ভালো করার আশাবাদ ব্যক্ত করলেন দলটির উদীয়মান পেসার মারুফা আক্তার।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় আজ (বৃহস্পতিবার) মারুফা বলেন, 'আলহামদুলিল্লাহ আমাদের এবারের প্রিপারেশনটা খুব ভালো হয়েছে। আশা করা যায় আমরা ভালো কিছু করতে পারবো। ভাইয়েরা (বিশ্বকাপে টাইগার পেসাররা ভালো করায়) ভালো কিছু করলে আমাদেরও ভালো লাগে, দেখে মনে হয় আমরা ভালো কিছু করব। সব সময় লক্ষ্য একটাই যে ভালো কিছু করে টিমকে জিতিয়ে মাঠ থেকে বের করে আনার।'