গত কয়েকদিনে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো বিসিএসসহ সরকারি চাকরির প্রশ্নফাঁসের ঘটনায়। প্রশ্নফাঁস করা এ চক্রের সাথে জড়িত ১৭ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে; যার একজন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অফিস সহকারী খলিলুর রহমান। তবে খলিলুরের বিশেষ কোনো সম্পদের তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ফলে তার স্বজনরা প্রশ্ন তুলছেন— এর সাথে জড়িত থাকলে তার সম্পদ গেল কোথায়?
স্বজনরা এমন প্রশ্ন তুললেও খলিল অবশ্য একই অভিযোগের মুখে আগেও পড়েছিলেন। দুই বছর আগেও এমন এক অভিযোগে খলিলকে শাস্তি দেওয়া হয়। পরবর্তীতে তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ার পর চাকরি ফিরে পান তিনি।
প্রশ্নফাঁসের ঘটনায় যে ১৭ জন গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীকে নিয়ে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি। আবেদ আলী গ্রেফতার হওয়ার পর বেরিয়ে আসে তার সম্পদের পাহাড়ের তথ্য। বিত্তবৈভব রয়েছে গ্রেফতার হওয়া পিএসসি উপ-পরিচালক মো. আবু জাফরেরও। এলাকায় তিনি মসজিদ-মাদরাসা চালান। একই ঘটনায় গ্রেফতার হওয়া সোহেলকে গ্রামের মানুষ বড় ব্যবসায়ী হিসেবে জানতেন।