মার্সেলো বিয়েলসা ফুটবলপাগল মানুষ। তাঁর ধ্যানজ্ঞানে ফুটবল। মাঠের গ্যালারির এক কোণে জটলা দেখেছেন উরুগুয়ে কোচ বিয়েলসা। সেখানে উরুগুয়ের খেলোয়াড়দেরও দেখেছেন। আর্জেন্টাইন এই কোচ খুব সরল মনে ভেবেছিলেন, তাঁর দলের খেলোয়াড়েরা বুঝি সমর্থকদের ধন্যবাদ জানাতে গ্যালারিতে গেছেন। বিয়েলসার এই ভুল ভাঙতেও সময় লাগেনি।
নর্থ ক্যারোলাইনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া। ম্যাচ শেষে অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখা গেছে স্টেডিয়ামের গ্যালারিতে।
কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন উরুগুয়ের খেলোয়াড়েরা। দলটির ডিফেন্ডার হোসে মারিয়া হিমিনেজ সংবাদমাধ্যমকে বলেন, গ্যালারির ওই অংশে উরুগুয়ের খেলোয়াড়দের পরিবারের সদস্যরা ছিলেন। তাঁদের কারও কারও সঙ্গে শিশু বাচ্চাও ছিল। কলম্বিয়ার সমর্থকেরা তাঁদের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন বলে অভিযোগ করেন হিমিনেজ। আর এ ঘটনা থেকেই মারামারির সূত্রপাত। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।