আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতা থাকার পরও পর্ষদ সভার সিদ্ধান্ত না মেনে ঝুঁকি নিয়ে পিপলস লিজিংয়ে বিনিয়োগ করে সুদে-আসলে ৬৩ কোটি টাকা ‘ধরা খেয়েছে’ রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক।
মেয়াদ শেষ হওয়ায় এই টাকা এখন অনাদায়ী হয়ে আছে বলে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের নিরীক্ষায় উঠে এসেছে। নিরীক্ষা প্রতিবেদনটি সম্প্রতি জাতীয় সংসদে জমা দেওয়া হয়েছে।
পিপলস লিজিংয়ে এই টাকা বিনিয়োগের সময় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ছিলেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
ব্যাংকটির বর্তমান সিইও মো. আফজাল করিম নিরীক্ষা পর্যবেক্ষণ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও বলেছেন, টাকা আদায়ের প্রচেষ্টা চলছে।