পুরো একটা অর্ধ এক জন কম নিয়ে খেলেও অজেয় যাত্রা ধরে রাখল কলম্বিয়া। উরুগুয়ের বিপক্ষে রক্ষণে দেখাল দুর্দান্ত দৃঢ়তা। ২০০১ সালের পর তারা প্রথমবার জায়গা করে নিল ফাইনালে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে উত্তাপ ছড়ানো দ্বিতীয় সেমি-ফাইনালে ১-০ গোলে জিতেছে কলম্বিয়া। প্রথমার্ধে হামেস রদ্রিগেসের চমৎকার কর্নারে দারুণ ক্রসে ব্যবধান গড়ে দিয়েছেন হেফারসন লের্মা।
বাংলাদেশ সময় সোমবার সকালে দ্বিতীয় শিরোপার লক্ষ্যে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এটি তাদের তৃতীয় ফাইনাল। ১৯৭৫ সালে পেরুর বিপক্ষে হেরেছিল তারা। ২০১১ সালে ঘরের মাঠে হারিয়েছিল অতিথি দল মেক্সিকোকে।