এ বছরের দ্বিতীয় প্রান্তিকে সারা বিশ্বে পিসি বা ডেস্কটপ কম্পিউটার বিক্রির পরিমাণ ৩ শতাংশ বেড়েছে। গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মোট কম্পিউটার বিক্রি হয়েছে ৬ কোটি ৪৯ লাখ ইউনিট। গত দুই বছর বিক্রি কমলেও এবারই প্রথম পরপর দুই প্রান্তিকে কম্পিউটার বিক্রির পরিমাণ বেশি হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি)।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির পাশাপাশি করোনা মহামারির ধকল কাটিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান কম্পিউটার পরিবর্তন করায় সারা বিশ্বে কম্পিউটারের বিক্রি বেশি হয়েছে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।