বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। গ্রাহকদের সুবিধার কথা ভেবে সবক্ষেত্রেই নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। এবার হোয়াটসঅ্যাপে এআই দিয়ে ইচ্ছামতো ছবিও বানাতে পারবেন। দ্রুতই ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করা হবে।
জানা গেছে, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের ছবি তুলে মেটা এআই দিয়ে এআই জেনারেটেড ছবি তৈরি করা যাবে। ব্যবহারকারী ছবি আপলোড করে সেখানে কোনো ত্রুটি বা খুঁত রয়েছে কি না তা জিজ্ঞাসা করা যাবে এআইকে। শুধু তাই নয়, সেই ছবিতে কোনো এডিটের প্রয়োজন হলে তাও করে দেবে এই চ্যাটবট।