আসন্ন মুদ্রানীতির জন্য সুদের হার নির্ধারণে রীতিমতো ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার সুদহার বাজারভিত্তিকের পরেও কাজ না করায় অসহায়ত্বের সৃষ্টি হয়েছে। পাশাপাশি টাকার সরবরাহ কমিয়েও মূল্যস্ফীতির লাগামও টানা যাচ্ছে না। ডলার ব্যবস্থাপনায় হাবুডুবু দশায় বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি ভুলনীতির দায় এড়াতে সিন্ডিকেট, জ্বালানির চড়া দাম এবং বিশ্ববাজারের দোহাই দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে সুদের হারের সর্বোচ্চ সীমা ৯ শতাংশ তুলে দিয়ে স্মার্ট পদ্ধতিতে সুদের হার নির্ধারণের ভিত্তি ধরা হয় নীতি সুদহার। গত জুলাই মাসে ব্যাংকের সুদের হার ছিল ১০ দশমিক ১০ শতাংশ, যা গত এপ্রিলে এসে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫৫ শতাংশ। আর ৮ এপ্রিল বাজারভিত্তিক সুদহারের কারণে কোনো কোনো ব্যাংকের সুদের হার ১৮ শতাংশের কাছাকাছি চলে যায়।