টেলিভিশনের পাশাপাশি ওটিটি, ইউটিউবেও ঈদ বিশেষ অনুষ্ঠান দেখছে দর্শকরা। এগুলোর মধ্যে তাদের প্রথম পছন্দ ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তুফান’ সিনেমার আলোচিত গান ‘দুষ্টু কোকিল’।
আকাশ সেনের সুর, কথা ও সংগীতে ‘দুষ্টু কোকিল’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। সম্প্রতি টেলিভিশন সাক্ষাৎকারে কনা দুষ্টু কোকিল গানের বিষয়ে কথা বলেছেন।