পাকিস্তান ক্রিকেটে যেন ঝামেলার অন্ত নেই। একটা শেষ হতে না হতে আরেকটা শুরু হয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর প্রথম কোপটা পড়ল পিসিবির নির্বাচক কমিটির ওপর। ওয়াহাব রিয়াজ, আব্দুল রাজ্জাককে বরখাস্ত করা হয়েছে।
পিসিবি আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে ওয়াহাব-রাজ্জাকের বরখাস্ত হওয়ার কথা। দুজনেই জাতীয় দলের নির্বাচক কমিটিতে ছিলেন। যেখানে কয়েক সপ্তাহ আগে রাজ্জাক ছেলে,মেয়ে পাকিস্তানের দুই দলেরই নির্বাচক ছিলেন। মেয়েদের নির্বাচক কমিটি থেকেও বরখাস্ত রাজ্জাককে অন্য কোনো দায়িত্বে দেখা যাবে কি না, সেই ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পরে জানানো হবে বলে ক্রিকইনফোর প্রতিবেদনে বোঝা গেছে।