গত ১২ বছরে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এতে ‘প্রধানত’ জড়িত ছিলেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তিন কর্মকর্তা। প্রশ্নফাঁসের সব ঘটনার ‘নাটের গুরু’ তারা। পিএসসির কঠিন নিরাপত্তাব্যবস্থা ভেদ করে পরীক্ষার প্রশ্নপত্র বের করে আনতেন তারা। এরপর চক্রের বাকি সদস্যদের হাতে তুলে দিতেন। প্রশ্নফাঁসের এই খেলায় অনেকটা রাজা-উজিরের ভূমিকা পালন করতেন তারা। আর ‘দাবার ঘুঁটি’ হিসেবে ব্যবহৃত হন গাড়িচালক আবেদ আলীসহ অন্যরা।
প্রশ্নফাঁসের অভিযোগে গতকাল পিএসসির তিন কর্মকর্তাসহ ১৭ জন গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সিআইডি বলছে, পিএসসির উপ-পরিচালক মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবিরই প্রশ্নপত্র ফাঁস করে বাকিদের হাতে তুলে দিতেন। চক্রের বাকি সদস্যরা কেউ চাকরিপ্রার্থী সংগ্রহ করতেন, কেউ প্রশ্নপত্র পেয়ে তা সমাধান করতেন, কেউবা চাকরি প্রার্থীদের ঢাকায় এনে থাকা-খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি টাকার অঙ্ক নির্ধারণ করতেন। প্রতিটি ধাপেই ছিল কমিশন-কমিশন খেলা। সব টাকা আসত চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে।