দূরের এক ভয়ঙ্কর গ্রহে ‘পচা ডিমের মতো দুর্গন্ধ’ থাকতে পারে, সম্প্রতি এমনই দাবি করেছেন বিজ্ঞানীরা।
এ অর্জন শুধু বিভিন্ন অতি গরম ভিন গ্রহ সম্পর্কে মানুষের প্রচলিত বোঝাপড়াই বাড়ায় না, বরং ভিন্ন গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার ক্ষেত্রেও সহায়ক হিসেবে কাজ করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
নতুন গবেষণা অনুসারে, হাইড্রোজেন সালফাইডের অস্তিত্ব থাকতে পারে ‘এইচডি ১৮০৭৩৩বি’ নামের গ্যাস জায়ান্ট এক্সোপ্ল্যানেটে, যা আকারে বৃহস্পতির সমান।