যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল প্রায় সময় একটি মৌলিক বিষয় মনে করিয়ে দেন। সেটা হলো, বাজারে পণ্যের দাম স্থিতিশীল না থাকলে অর্থনীতি কারও জন্য ঠিকঠাক কাজ করে না। টাকার মূল্যমান হারানোর ভীতি না থাকলে উদ্যোক্তারা নির্ভারচিত্তে বিনিয়োগ করতে পারেন, তখন কর্মসংস্থানেও গতি আসে।
গত চার বছরে পণ্যমূল্যের স্থিতিশীলতার বিষয়টি একাধিকবার পরীক্ষার মুখে পড়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক ব্লগপোস্টে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে বিশ্ববাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। এর জেরে পণ্যমূল্য বাড়ে। তাই বিশ্বের বিভিন্ন দেশের সরকার সংকট মোকাবিলায় জনগণ ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বিপুল পরিমাণে প্রণোদনা দিয়েছে। মানুষের হাতে অর্থ আসায় পণ্যের চাহিদা বেড়ে যায়; এর জেরে আরেক দফা মূল্যবৃদ্ধি হয়।