ফুটবলে স্পেন সর্বশেষ বড় কোন শিরোপা জিতেছে?
এ প্রশ্নের উত্তর ফিরিয়ে আনবে ২০১২ সালকে। টানা দ্বিতীয়বার ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ২০০৮ ও ২০১২ সালের ইউরো জয়ের মাঝে ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় স্পেন।
গত বছর স্প্যানিশরা উয়েফা নেশনস লিগ জিতলেও সেটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ছিল না। আর গুণেমানেও ইউরোর সমকক্ষ নয় সেটি। সেই হিসেবে গত এক যুগে বিশ্বকাপ আর ইউরো মিলিয়ে পাঁচটি বড় টুর্নামেন্টে একবারও ফাইনালে উঠতে পারেনি। এবার কি স্প্যানিশরা পারবে সেমিফাইনালের বেড়া ডিঙিয়ে ফাইনালে যেতে?