সম্প্রতি ‘টরিস’ নামে পরিচিত যুক্তরাজ্যের কনসারভেটিভ পার্টির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টটি মুছে ফেলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার, যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পার্টির কাছে বিশাল ব্যবধানে হারার কিছুদিন পরই।
পেইজটিতে প্রবেশ করতে গেলে শুধু একটি ‘এরর’ বার্তা দেখা যাচ্ছে। এর মানে, অ্যাকাউন্টটি এখন আর সক্রিয় নেই। এমনকি এর মধ্যে একটি বার্তায় ‘সামথিং ওয়েন্ট রং’ লেখাও দেখা গেছে।