গতকাল রোববার হয়ে গেল ত্বকের যত্ন নিয়ে কাজ করা ইনফ্লুয়েন্সার খুঁজে পাওয়ার রিয়েলিটি শো ‘পন্ডস স্কিনফ্লুয়েন্সার’–এর গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠান আয়োজকদের তথ্যমতে, প্রায় ছয় মাসের এই যাত্রায় ১৪ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বাংলাদেশের প্রথম পন্ডস স্কিনফ্লুয়েন্সার হলেন সৈয়দা জোবায়দা শিরিন। প্রথম রানার্সআপ হয়েছেন নাঈমা ইসলাম ও দ্বিতীয় রানার্সআপ ফারজানা ফেরদৌসী।
পন্ডস স্কিনফ্লুয়েন্সার জোবায়দা আগামী ১ বছর কাজ করবেন বৈশ্বিক ব্র্যান্ড পন্ডস বাংলাদেশের নতুন মুখ হিসেবে। সঙ্গে পাচ্ছেন চীনের সাংহাইয়ে পন্ডস স্কিন ইনস্টিটিউট ঘুরে আসার সুযোগ। যেখানে বিশেষজ্ঞদের কাছ থেকে ত্বকের যত্নের ওপর বিশেষ প্রশিক্ষণ নেবেন তিনি। গতকাল গ্র্যান্ড ফিনালেতে জোবায়দার হাতে সনদ এবং বিমানের টিকিট তুলে দেন ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ও বিজনেস ইউনিট হেড জাহীন ইসলাম।