প্রথমবারের মতো মা হচ্ছেন ‘বার্বি’ তারকা খ্যাত অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গো রবি। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয় এমন খবর প্রকাশ করেছে বিনোদনবিষয়ক অনলাইন পিপলডটকম।
২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে টম একারলির সঙ্গে প্রথম দেখা হয় মার্গোর। মার্গো ছিলেন সেই সিনেমার অভিনেত্রী, টম কাজ করেন সহকারী পরিচালক হিসেবে। তারপর থেকেই মন দেওয়া নেওয়া শুরু। ২০১৬ সালের ডিসেম্বরে ব্রিটিশ প্রযোজক টম একারলিকে বিয়ে করেন মার্গো।