সবাই তাঁকে ‘শর্মিলী মা’ বলেই ডাকতেন...

প্রথম আলো প্রকাশিত: ০৮ জুলাই ২০২৪, ১৫:৫১

ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তী সময়ে ছোট পর্দার মা, দাদি কিংবা ভাবির চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন। বছরের পর বছর বিনোদনজগতে তাঁর বিচরণ ছিল। ছোট–বড় পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তবে অনেকের চেয়ে তিনি ছিলেন ব্যতিক্রম, অভিনয় ও সংসার—দুটোই সামলেছেন তিনি। তারপর সব ছেড়ে ২০২২ সালের আজকের দিনে, অর্থাৎ ৮ জুলাই তিনি পাড়ি দেন না ফেরার দেশে।



সংসারে কী রান্না হবে, কে কী খাবেন—সব বুঝিয়ে দিয়েই প্রতিদিন ছুটতেন শুটিং সেটে। তাঁর কাছে পরিবার আগে গুরুত্বপূর্ণ, তারপর কাজ। এ কারণে পরিবারের সদস্যরা সব সময়ই শর্মিলী আহমেদকে অভিনয়ে সহযোগিতা করেছেন। ছোট পর্দায় তাঁকে বেশির ভাগ সময় মায়ের চরিত্রে দেখা গেছে। আর বাস্তবেও মায়ের মতোই আগলে রেখেছেন পুরো পরিবারকে। জীবনকালে বিভিন্ন সাক্ষাৎকারে এসব তথ্য তিনি নিজেই দিয়েছেন। প্রথম আলোর বিনোদন পাতায় এসব কথা প্রকাশও হয়েছিল। আজ তাঁকে স্মরণ করে আবার জেনে নিই একজন অভিনেত্রী, মা, প্রিয় মুখ শর্মিলী আহমেদকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us