আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা

প্রথম আলো প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ১৯:২৮

বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সব আইফোন ব্যবহারকারীর জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিম্যানটেক। সম্প্রতি ভুয়া বার্তা পাঠিয়ে ব্যবহারকারীদের অ্যাপল আইডি (অ্যাকাউন্ট) চুরির ঘটনা শনাক্তের পর এ সতর্কতা জারি করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের ভুয়া পরিচয় দিয়ে পাঠানো বার্তায় বলা হয়, ‘অ্যাপল ইমপরটেন্ট রিকোয়েস্ট আইক্লাউড: ভিজিট সাইনইন টু কন্টিনিউ ইউজিং ইউর সার্ভিসেস’। বার্তার ভাষা ও লেখার ধরন অ্যাপলের পাঠানো বার্তার মতো হওয়ায় অনেক আইফোন ব্যবহারকারীই এ প্রতারণার শিকার হচ্ছেন।


সিম্যানটেকের তথ্যমতে, আইক্লাউডের সমস্যা সমাধানের কথা বলে ভুয়া বার্তা বা ফিশিং এসএমএস পাঠাচ্ছে একদল সাইবার অপরাধী। অ্যাপলের পাঠানো বার্তার আদলে লেখা বার্তাটিতে একটি লিংক থাকে। আইক্লাউডের সমস্যা দ্রুত সমাধানের জন্য লিংকটিতে ক্লিক করলেই একটি ওয়েবসাইট চালু হয়। সেখানে ক্যাপচা কোড দিতে বলা হয় ব্যবহারকারীদের। এরপর আইক্লাউডে লগইন করতে গেলেই অ্যাপল আইডির তথ্য সংগ্রহ করে থাকে সাইবার অপরাধীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us