সর্বজনীন পেনশন কার্যক্রম জোরদার ও পেনশন কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক রূপরেখা নির্ধারণ করতে প্রকল্প হাতে নিচ্ছে সরকার। প্রাথমিকভাবে প্রকল্পটির নাম ঠিক করা হয়েছে ‘সর্বজনীন পেনশন পদ্ধতি শক্তিশালীকরণ’। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, দেশের বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় এনে তাঁদের সুরক্ষা নিশ্চিত করা হবে। এই প্রকল্প বাস্তবায়নে সরকার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে ঋণ নেবে। কিছু অংশের তহবিল জোগাবে সরকার নিজেই। সরকারের দিক থেকে এ পর্যায়ে প্রকল্পের সঙ্গে তিনটি পক্ষ অর্থাৎ অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগ জড়িত।