আমদানি কড়াকড়িতেও চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব প্রবৃদ্ধি

আজকের পত্রিকা প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ১৮:৪৪

মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ডলার-সংকটসহ বৈশ্বিক অর্থনীতির নানা প্রতিকূলতার প্রেক্ষাপটে দেশে পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করা হয়। এর মধ্যেও রাজস্ব আদায়ের বৃহৎ প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউসে রেকর্ড রাজস্ব আদায় হয়েছে। সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে ৬৮ হাজার ৫৬২ কোটি ৭২ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৪২ শতাংশ। তবে কাস্টমসের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১১ দশমিক ৬৬ শতাংশ কম প্রবৃদ্ধি হয়েছে। রাজস্বের লক্ষ্যমাত্রা ছিল ৭৭ হাজার ৬১৬ কোটি টাকা। টাকার হিসাবে ৯ হাজার ৫৩ কোটি ২৮ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে।


কাস্টমস কর্মকর্তারা বলছেন, ডলার-সংকটের কারণে ব্যবসায়ীরা প্রত্যাশামতো ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলতে পারেননি। এ কারণে কিছুটা পণ্য কম আমদানি হয়েছে। বৈশ্বিক অর্থনীতির মন্দাভাব ও ডলার-সংকট কাটিয়ে উঠলে চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায় অনেক বেড়ে যাবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us