‘সাত দিন থাকি পানিত আচি, একনো কোনো ইলিপ পানো না’

প্রথম আলো প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ১৭:৪৩

চারপাশে অথৈ পানি। রান্নাঘরে হাঁটুপানি। ঘরের মেঝেও ডুবে গেছে। তাই থাকার ঘরে একটা কাঠের টেবিলে চুলা বসিয়ে রান্না করছেন গৃহিণী আয়শা বেগম (২৫)। পাশে একটি চৌকিতে দুই শিশুসন্তান আশিক মিয়া (৭) এবং আরমান মিয়া (১১ মাস) বসে রান্না শেষ হওয়ার অপেক্ষায়।


গতকাল শনিবার বিকেলে তিস্তা নদীবেষ্টিত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের পোড়াচর গ্রামের দিনমজুর মনিরুল ইসলামের বাড়িতে গিয়ে এমন চিত্র দেখা যায়। আয়শা বেগম দিনমজুর মনিরুল ইসলাম স্ত্রী। মনিরুল ইসলাম চরে ঘোড়ার গাড়ি চালান।


আয়শা বেগম বলেন, ‘বাড়িত পানি। ঘোড়া থোয়ার জাগা নাই। হামার স্বামী ঘোড়া নিয়া উঁচা জাগাত আচে। ছোল দুইটে যদি পানিত পড়ি যায়, তাই টেবিলোত আন্নাবান্না আর চৌকিত ঘুমব্যার নাগচি। হামার স্বামী চরে ঘোড়ার গাড়ি চালাত। বানের জন্নে গাড়ি চালানো বনদো আচে। ধারদেনা করি চলব্যার নাগচি। এ কয় দিনে দুই হাজার ট্যাকা দেনা হচে। সাত দিন থাকি পানিত আচি, একনো কোনো ইলিপ পানো না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us