সব ভুলে ক্ষমা করে দিন আজ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ১৩:৩৫

জীবনে আমরা এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হই যা সামলে নেওয়া বেশ কঠিন। প্রিয় মানুষদের আচরণে অনেক সময় কষ্ট পাই। তাদের উপর অভিমান করে হয়তো দিনের পর দিন কথা না বলে থাকেন। এতে কষ্ট বাড়ে বৈ কমে না। তাই আজ সব রাগ অভিমান ভুলে তাকে ক্ষমা করে দিতে পারেন।


আজ ৭ জুলাই গ্লোবাল ফরগিভনেস ডে। তাই রাগ পুষে না রেখে ক্ষমা করে দিন সবাইকে। শুধু তাই নয়, আজ আপনার দ্বারা হওয়া অন্যায়ের জন্য অন্যের কাছে ক্ষমা চেয়ে নিন। ক্ষমা একটি মহৎ গুণ বটে। ইতিহাসে এমন অসংখ্য ক্ষমার দৃষ্টান্ত রয়েছে।


জাপানি ফাইটার পাইলট নোবুও ফুজিতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ওরেগনের উপর বোমা ফেলেছিলেন। যা অনেক বড় আগুনের জন্ম দেয়। ওরেগনের ব্রুকিংস শহর এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু ১৯৬২ সালে ফুজিতা ব্রুকিংস শহরে যান এবং সবার কাছে ক্ষমা চান। খুবই আশ্চর্যের বিষয় শহরের লোকেরা তা মঞ্জুর করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us