সাড়ে ৩৭ কোটি এয়ারটেল গ্রাহকের তথ্য চুরির গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও সিস্টেমে হ্যাকারদের অনুপ্রবেশ ও গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ নাকচ করে দিয়েছে ভারতীয় এয়ারটেল। টেলিকম সংস্থাটির দাবি, প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি চক্র ভুয়া অভিযোগ করেছে।
কোম্পানির এক মুখপাত্র জানান, এয়ারটেলের গ্রাহকদের তথ্য চুরি হওয়ার বিষয়ে গুঞ্জন উঠেছে। তবে এ রকম কিছুই আসলে হয়নি। অভিযোগের বিষয়ে জানার পর পুরো বিষয়টি তদন্ত করা হয়েছে এবং এমন কোনো ঘটনার অস্তিত্ব পাওয়া যায়নি।