গ্রিনহাউস গ্যাস নিঃসরণে ২০২৩ সালে গুগলের লক্ষ্যমাত্রা ছিল শূন্য নিঃসরণ (জিরো এমিশন) পর্যায়ে নিয়ে যাওয়ার। কিন্তু সম্প্রতি প্রকাশিত এনভায়রনমেন্টাল রিপোর্টে দেখা গেছে, নিঃসরণ কমে যাওয়ার বদলে গুগলের গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ বেড়েছে। প্রতিবেদন অনুসারে ২০১৯ সালের তুলনায় ২০২৩ সালে ৪৮ শতাংশ বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করেছে গুগল।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা যোগ করার ফলে এমনটি ঘটছে। কারণ, এআই ব্যবস্থায় সাধারণত কম্পিউটারভিত্তিক অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। যার ফলে স্বাভাবিকের তুলনায় বিদ্যুতের চাহিদাও বেড়ে যায়। গুগলের এআই সেবা বেড়ে যাওয়ায় ডেটা সেন্টারে আগের তুলনায় বিদ্যুতের চাহিদা অনেক বেশি। যার ফলে ২০২৩ সালে গুগলের নেট জিরো এমিশন লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়নি। এমনকি গুগল বলছে, ক্রমবর্ধমান এআই সেবার কারণে ভবিষ্যতেও এ লক্ষ্যমাত্রা পূরণ প্রায় অসম্ভব। কারণ, এআই প্রযুক্তির ব্যবহার বাড়লে নিঃসরণ কমানো কঠিন হয়ে পড়বে।