বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে পালিত হয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী।
দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে সংগঠনের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে সংগঠনের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ বিভিন্ন ইউনিটের নেত্রীরা উপস্থিত ছিলেন।