৮ বছরেও হয়নি মুদ্রণশিল্প নগরী, ব্যয় বেড়ে তিনগুণ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ১৯:৫৭

সময়-ব্যয় বৃদ্ধির খেলায় ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) মুদ্রণশিল্প নগরী প্রকল্পটি। আট বছর আগে শুরু হওয়া প্রকল্পটি এখনো আলোর মুখ দেখেনি। অথচ ব্যয় বেড়েছে তিনগুণেরও বেশি। নতুন করে ফের সময়-ব্যয় বাড়ানো হয়েছে প্রকল্পের।


পরিকল্পনা কমিশন জানায়, সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটির মূল প্রস্তাবে ব্যয় ধরা হয়েছিল ১৩৮ কোাটি ৭০ লাখ টাকা। এরপরে দ্বিতীয় ধাপে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় ২৬৪ কোটি ৫৫ লাখ টাকা। সে হিসাবে মোট ব্যয় বাড়ে ১২৫ কোটি ৮৫ লাখ টাকা। প্রকল্পের প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন দেয় সরকার। নতুন করে মোট ব্যয় দাঁড়িয়েছে ৪৪৮ কোটি ১৮ লাখ টাকা। ফলে শুরু থেকে প্রকল্পের ব্যয় বেড়েছে ৩১০ কোটি টাকা, যা তিনগুণেরও বেশি। ব্যয় বৃদ্ধির পাশাপাশি মেয়াদও বেড়েছে কয়েকগুণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us